পাওয়া না পাওয়া😔

 কারো খাবার জোটেনা,

কারো বিলাসিতা মেটেনা।

কারো ঘুম আসেনা,

কারো ঘুম কাটেনা।


কারো স্বপ্ন সীমাবদ্ধ, 

কারো স্বপ্ন আকাশছোয়া।

কারো স্বপ্ন সুনীল আকাশে,

কারো স্বপ্ন কালো ধোঁয়া। 


কারো  পাওয়া ইচ্ছেমতো

কারো পাওয়া শুধুই ক্ষত।

কারো পাওয়া শুধুই কান্না

বুকচেপে কেদেছে যত।


[সুখের -ও পৃথিবী সুখেরই অভিনয়, যত আড়ালেই রাখো,কেউ সুখী নয়]


লিখেছেনঃ Shuvo Sarker 

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post