কারো খাবার জোটেনা,
কারো বিলাসিতা মেটেনা।
কারো ঘুম আসেনা,
কারো ঘুম কাটেনা।
কারো স্বপ্ন সীমাবদ্ধ,
কারো স্বপ্ন আকাশছোয়া।
কারো স্বপ্ন সুনীল আকাশে,
কারো স্বপ্ন কালো ধোঁয়া।
কারো পাওয়া ইচ্ছেমতো
কারো পাওয়া শুধুই ক্ষত।
কারো পাওয়া শুধুই কান্না
বুকচেপে কেদেছে যত।
[সুখের -ও পৃথিবী সুখেরই অভিনয়, যত আড়ালেই রাখো,কেউ সুখী নয়]
লিখেছেনঃ Shuvo Sarker