দুঃখ দেখতে যেমন

 আমার হাসিটা দিদিমার মতো,

 আমার চোখদুটো বাবার মতো,
আমার গায়ের রঙটা মায়ের মতো,
আমার দাঁতগুলি পিসিমার মতো,
আমার কানদুটো ঠাকুর্দার মতো,
আমার পড়াশোনাটা দাদুর মতো,
আমার হাঁটাচলাটা কাকার মতো,
আমার পেটের ব্যামো ঠাকুমার মতো,
আমার খরচের হাত মামার মতো,
আমার স্বভাব-টভাব মাসির মতো।
 
আমার এমন কত কী-ই যে ওদের সবার মতো!
ভেবে দেখলাম, আমার দুঃখই শুধু আমার মতো!

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post