স্মৃতির মায়া




 রাইতের কাছে আমি মানুষটা ম্যালা অসহায়। 

দুইডা চোখ ঘুমের নেশায় লেলিহানের মতোন জ্বলতেছে, অথচ-

চোখ দুইডা এক করবার পারিনা তোমার রেখে যাওয়া স্মৃতিদের মায়ায় পড়ে।


তুমি যাওনের লগে লগে, 

আমার আমিরেই নিয়া গেছো!


এহন আমি- 

হারানো তুমিডার লাইগা রাইতের পর রাইত জাগি।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post