যাই বলবেন না, বলুন আসি


 একদিন আমরা সবাই চলে যাই-

কেউ একটু বেশি মায়া রেখে যাই,কেউ একটু কম।

মাঝে আরও কিছু অভিমান কিংবা আবদার রেখে যাই।

এরপর একদিন সবাই ভুলে যায়-

শুধু ক্যালেন্ডারে চলে যাওয়ার তারিখটা থেকে যায়। 

আমি এখনো অপেক্ষায় থাকি, কেউ একজন আমার বিদায় বেলা বলে উঠবে-

যাই বলবেন না, বলুন আসি।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post