লাশ


 কি নিয়ে আসছিলে,যে হারানোর ভয়ে  আজ তোমার চোখে জল,

যা তোমার তা এখন তোমার মানছি, তবে কাল যখন তুমি এই মায়ার দুনিয়া ছাড়বে 

তখন এইসব কার হবে, কে বলবে এইসব আমার, তুমি তো থাকবে সেই অন্ধকার ঘরে,

এখন তোমার একটা নাম আছে যে নামে তোমাই সবাই সম্মান করে, তবে আজ নিশ্বাস বন্ধ হোক

সাথে সাথে তোমার নাম পরিবর্তন হইয়ে নতুন নাম হবে "লাশ"

তখন আর তোমার সেই নাম আর থাকবে না, তবে কিসের এতো অহংকার?



আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post