প্রিয় মায়াবতী...



প্রিয়” মায়াবতী...

মানুষ কষ্ট না পেলে যেমন ভালোবাসা গভীর হয়না। তেমনি ভালোবাসার মানুষের জন্য কষ্ট না পেলে জীবনে জয়ী হওয়া যায় না ৷

পৃথিবীতে একমাত্র মানুষই একে অপরের ভালোবাসার জন্য বেশি পাগল হয় ও কষ্ট পায়।

ভালোবাসা পশু প্রাণিদের মধ্যে ও আছে, আর তার জন্য পৃথিবীতে ভালবাসা এখনো আছে।

আমি তোমাকে মৃত্যুর আগ প্রযন্তই এইভাবে ভালোবাসে যাবো,এবার তুমি আমাকে যত যাই বলো না কেনো, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাইলে এই সম্পর্ক আরো অনেক আগেই শেষ হয়ে যেতো, তুমি আমার সাথে যেমন করো হয়তো আমি যদি তোমার সাথে এর একটুও করতাম তাহলে তুমি নিজেই সরে যেতা আমার জীবন থেকে এটা তুমি ভালো করেই যানো, মনে হয় একটু বেশির থেকেও বেশি ভালোবাসে ফেলেছি তার জন্য ভুলে যেতে

পারি না, আর মনে হয় না কখনোও পারবো, অনেক ভালোবাসি প্রিয়,

তুমি এখন যেই সম্পর্কে আমার সাথে কথা বলো এটা আমি মানতে পারি না খুব কষ্ট হয় রে,, আগের মতো দেখা করার জন্য বা অন্য অন্য কিছুর জন্যই প্যারা দিমু না তোমারে, শুধু সব ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে ফিরে আসো, তোমার থেকে চাওয়ার মধ্যে শুধু চাই একটু সময় খুব অল্প একটু সময়, এর থেকে বেশি কিছু চাই না। 

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post