সম্পর্কে বয়স নয়, "ভালোবাসাটাই আসল"



কিছু সম্পর্কে কয়েক মাস পরেই দেখা যায়, একে অপরের প্রতি গুরুত্ব কেমে গেছে। অজুহাত বেড়ে গেছে, কারো জন্য কারো সময় নেই।

আর কিছু সম্পর্কে দীর্ঘ কয়েক বছর পরও একে অপরের প্রতি গুরুত্ব একই থাকে।

তাই সম্পর্কে বয়সটা নয়, "ভালোবাসাটাই আসল"...! 

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post