বেদনার রং নীল

 


এইসব বৃষ্টির দিনরাত আর ভালো লাগে না! ফাঁকা ফাঁকা লাগে, ভীষণ একা লাগে, প্রেম প্রেম পায়, অনাদরে পড়ে থাকতে আর ভাল্লাগে না।

বৃষ্টির ছিটেফোঁটা বারান্দার গ্রিল জুড়ে অভিমান হয়ে ঝরে পড়ে। মেঘেদের অভিমানে লুটিয়ে পড়ার দৃশ্য চোখে পড়ে না তোমার? তুমি তো অভিমান বোঝো না। মনের কোণে জমে থাকা অভিমানে দু'চোখের বৃষ্টির ভাষা, তুমি বুঝবে কী করে?

এমন বৃষ্টির দিনে মন খারাপ হয়! তুমি হীনা জ্বরে ভুগতে থাকি। তুমি কাছে নেই ভেবে আমি বারবার হতাশার অতলে তলিয়ে যেতে যেতে নিজেকে খুঁজে পাইনা।

তুমি কাছে নেই বলেই তো বেদনার রং নীল!

বৃষ্টির জলে নিজেকে ভেজাতে একদমই ভাল্লাগে না। অথচ হৃদয়ে প্রেম জমে ক্ষীর, চারদিকে শুধু তোমার অভাবে হৃদয় জুড়ে হাহাকার!

এইসব বৃষ্টির দিনে হুটহাট মন খারাপ হয়, তোমায় ভীষণ কাছে পেতে ইচ্ছে করে, বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে বিষন্নতা। অভিমানে নিজেকে অসহায় লাগে, অসহ্য লাগে পৃথিবী!

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post