ঈশ্বরের সামনে দাঁড়াইয়া কইছিলাম.....


অবশেষে আমাদের সম্পর্কের ইতি -

একটা সময় আমরা প্রতিজ্ঞা করেছিলাম জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখবো! ঈশ্বরের সামনে দাঁড়াইয়া কইছিলাম তামাম দুনিয়া ধ্বংস হইয়া গেলেও কেউ কাউরে ছাইড়া যামু না-

তয় আইজ আমাদের কোন রকম সম্পর্ক নাই, নাই কোন রকম যোগাযোগ। যেই পথে দু-জনের এক সাথে হাঁটার কথা ছিলো সেই পথে আজ আমি একা হাঁটি, দু-জনের দুটি পথ এখন ভিন্ন৷

আমাদের সম্পর্কটা অনেক আগেই শেষ হইয়া যাইতো যদি তোমার সঙ্গে আমিও বদলে যাইতাম! আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য তোমার কাছে অনেক বেহায়া হইছি অনেক ছোট্ট হইছি, তা না হলে অনেক আগেই সবকিছু শেষ হইয়া যাইতো।

একটা সম্পর্ক কখনোই একা এগিয়ে নেওয়া যায় না, দু-জনের সমান চেষ্টা থাকতে হয়। যখন বুঝতে পারলাম তুমি আমাদের সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাইতে চাও না, তখন আমি তোমার হাতে পায়ে ধরে কান্না করেছিলাম আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য।

তবে তুমি আমাকে অবজ্ঞা করে প্রতিনিয়ত অবহেলা করে গেলে। একটা সময় এসে বুঝতে পারলাম একটা সম্পর্ক কখনো একা এগিয়ে নেওয়া যায় না। তখন আমি ও অভিমান করে তোমার সাথে যোগাযোগ করা কমিয়ে দিলাম আর তুমি আমার অভিমানের সুযোগ নিলে। ব্যাস আমাদের সম্পর্ক এখানে ইতি। এরপর আর তুমি আমার খোঁজ নিতে আসো নি।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post