তোমার জন্য সুখ কামনা করি ঈশ্বরের দুয়ারে ―

 

মায়াবতী: আমি চাই তুমি সুখি হয়, যতটা সুখি হলে আমার,

দুঃখ তোমাকে স্পর্শ করতে না পারে —

কিন্তু আমাদের কথা ছিলো দু'জন দু'জনকে ছাড়া সুখি হতে পারবো না,

অথচ আজ আমি দুঃখ পুষেছি বুক পাঁজরে, আর তোমার জন্য সুখ কামনা করি ঈশ্বরের দুয়ারে ―

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post