কথা বলার তীব্র বাসনায়...

 

'কারো সাথেই কথা বলতে ইচ্ছে করে না' টাইপ 'মুড' টা এইসব মধ্যরাতে এসে চেঞ্জ হয়ে যায়। হোমপেইজ, ইউটিউব ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে আমরা নিজের অজান্তেই ভাবতে শুরু করি 'কথা বলা দরকার কারো সাথে!

যাদের সাথে কথা বললে 'শান্তি' লাগবে, এমন কাউকেই পাওয়া যায় না৷ কারো সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, কারো সাথে মান অভিমান এর পর্ব চলে, কারো খবর ই জানা হয়না অনেকদিন ধরে। তাই কথা বলার মতো কাউকেই পাওয়া যায় না!

কথা বলার তীব্র বাসনায় ছটফট করতে করতে আমরা আবার অনুভব করি 'আমাদের কেউ নাই।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post