হাত তো সবাই ধরতে পারে, কিন্তু নিজের বলে দাবি করে আগলে রাখার সাহস সবার থাকে না।মনে রাখতে হবে, শুধু হাত ধরে হোটেল অব্দি টেনে নিয়ে গেলেই প্রেমিক হওয়া যায়না।
দেবাদিদেব মহাদেব যেমন মা পার্বতীকে আগলে রাখতো, শত বাধা বিপত্তি রুখে দাঁড়াতো,সকল কষ্ট নিজের বুকে পেতে নিতো।পার্বতীর এক ফোঁটা চোখের জলের কারণে পুরো বিশ্বকে জলমগ্ন হতে হতো।
ঠিক তোমাকেও এমন প্রেমিক হতে হবে। সম্পর্ক হতে হবে হিমালয় পর্বতের মতো স্থির,গলনশীল অথচ কঠিন।
আর এই কঠিন জেদেই তোমাকে তার হাত ধরে নিজের বাড়ির চৌকাঠ পেরিয়ে জোর গলায় বলতে হবে আমি জিতেছি,আমি পেরেছি৷ তবেই তুমি সত্যিকারের প্রেমিক, তবেই হবে তুমি সার্থক।