শহরে এত্তো এত্তো সুন্দরী নারী থাকা সত্ত্বেও আমি কেন শুধু তোমারে চাই? কেনইবা তুমি ব্যতীত অন্য নারীর দিকে চোখ তুলে তাকাই না।
যদি এই একটা প্রশ্নের উত্তর তুমি খুঁজতে তাহলে শুধু এই জন্মে না, আগামী সাত জন্মে তুমি সৃষ্টি কর্তার কাছে আমারে পাওয়ার জন্য প্রার্থনা করতে।
আফসোস তুমি এই একটা প্রশ্নের উত্তর আজ অব্দি খোঁজোনি। তুমি আমার ভালোবাসার মর্ম বোঝোনি। যেই ভালোবাসা পাওয়ার জন্য মানুষ পাগল, সেই ভালোবাসা তুমি পেয়েও তার মর্যাদা দেওনি।