নতুন বছরের শুভেচ্ছা


 

নতুন বছরের শুভেচ্ছা মায়াবতী।

প্রার্থনা করি –নতুন বছরে, নতুনের আগমনে আমাকে সম্পূর্ণ ভুলে যাও।

আমি এক হতভাগা, আমাকে ঘিরে তুমি কখনো-ই সুখি হতে পারবে না; আমি চাই না আমাকে ঘিরে তুমি অসুখী হয়, আমি চাই— আমাকে ভুলে তুমি আজীবন সুখি হয়।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post