মাঝে মাঝে মনে হয় তোমাকে দু-চোখে দেখার জন্য-ই আমার জন্ম আর আমার চোখের দৃষ্টি।



দিন দিন তোমায় দেখার প্রবনতা যে হারে বাড়তেছে, মাঝে মাঝে মনে হয় এই বুঝি চক্ষু দুইটা খসে পড়বে মাটিতে।

মাঝে মাঝে মনে হয় তোমাকে দু-চোখে দেখার জন্য-ই আমার জন্ম আর আমার চোখের দৃষ্টি।

যদি এমনও হয় আমি মৃত্যু সজ্জায়, এমন সময়ে যদি কেউ জানতে চায় আমার শেষ ইচ্ছের কথা, আমি বলব- শেষবারের মতোন মন ভরে তোমায় দেখা।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post