অপূর্ণতা ছাড়া পূর্ণতার স্বাদ নাই।

 

পূর্নতার স্বাদ আমার জানা নাই, তবে অপূর্ণতার স্বাদ আমি প্রতিদিনই নেই। 

আর অপূর্ণতার স্বাদ নিয়ে বুঝতে পারলাম, অপূর্ণতা ছাড়া পূর্ণতার স্বাদ নাই, অপূর্ণতা আছে বলে-ই পূর্নতার স্বাদ এতোটা তীব্র।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post