তুমি কি আর ফিরে আসবে না?


বুকের বাম পাশ টায় কিসের জানি একটা কষ্ট। তোমাকে কি আর ছুঁতে পারব না কোনো দিন? সেই আগের মতো?

তুমি কি আর ফিরে আসবে না?

যেভাবে সন্ধ্যার আকাশে তারা ফিরে আসে, যেভাবে পুরোনো গানের লাইনগুলো মনে পড়ে হঠাৎ-তোমাকেও কি মনে পড়বে সেইভাবে?

আমার চোখের পাতায় এখনও তোমার ছায়া, শুধু পাশে নেই তুমি, নেই তোমার হাসি। একটা অনুভব থেকে যায়, নিঃশব্দে, প্রতিদিন-তোমায় হারানোর ব্যথা, আর ফিরে না পাওয়ার ভয়।

তবে যদি কখনো ফিরে আসো, এই বুকের বাম পাশেই থাকবে তোমার জায়গা যেখানে এখনও তুমি রোজ কষ্ট দাও, ভালোবাসা হয়ে...

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post