রঙিন বেলুন আর শহরের হালচাল
সকালবেলার রোদ ঝলমলে শহরের ব্যস্ত এক মোড়ে দেখা মিলল এক দল লাল বেলুনের। স্বচ্ছ বেলুনের ভেতরে থাকা সাদা ছোপ ছোপ নকশা যেন এক অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। বিশাল সবুজ গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে এক বেলুনওয়ালা, তার হাতে টাঙানো অর্ধশতাধিক লাল বেলুন – একসাথে যেন তারা শহরের ক্লান্ত ধুলিমাখা মুখে এনে দিচ্ছে এক চিমটি আনন্দের রঙ।
চারপাশে মানুষের ভিড়, কেউ বাজারে যাচ্ছে, কেউবা দোকানপাট খুলছে। শিশুদের চোখে-মুখে বিস্ময় আর আনন্দ, তারা টেনে ধরছে মা-বাবার হাত – "একটা বেলুন কিনে দাও!" এই চেনা দৃশ্যটিই যেন হাজারবারের দেখা হলেও প্রতিবার নতুন মনে হয়।
এটা শুধু কিছু বেলুন নয়, এর ভেতর জমে আছে শহরের ছোট ছোট স্বপ্ন, আনন্দ আর সরল ভালোবাসা। ব্যস্ত জীবনের ফাঁকে এই বেলুনগুলো যেন একটু থেমে গিয়ে হাসার আহ্বান জানায়।
