শীতের আদর্শলিপি

 পাতাঝরা বিকেলের কোলাজ শুনে যে পাখিরা এখনো ঘরে ফিরে আসে,তাঁদের ঠোঁটের ভ্যাসলিনে আমি তোমার সাথে ঘরবাঁধার দুঃখ রাখি। 


"তোমার কাছে যাবো" টাইপের সস্তা প্ল্যাকার্ড নিয়ে শহর ছেড়ে সমস্ত ট্রাফিক রোদের মতো পালিয়ে গেলে,চায়ের দোকানে আমাদের সংসারী হওয়ার একশো একটা মিথ্যে প্রতিশ্রুতি আউড়ে বাকীতে খেয়ে ফেলি দুয়েককাপ চিনিছাড়া কড়া লিকারের চা,তক্তা বিস্কিট আর উড়ে আসা বহুল ব্যবহৃত সান্ত্বনা বাক্য, "সব ঠিক হয়ে যাবে। "


এইসব মিথ্যের দামে কীনে ফেলা প্রেম অথবা থলের বেড়াল, ছেড়ে চলে গেলে ফিরে আসে না,জানি! 

তবুও আমি আমাদের খেরোখাতায় লিখে রাখি প্রতিশ্রুতির বিস্তৃত ফর্দ,ফেরৎ আসার সম্ভাব্য তারিখ ও হেনতেন,কী লিখি নিজেও জানিনা। 


এও জানি

রুটিনের আগে পড়া শীত রোদের মর্ম বোঝে না কখনো। 


কবি- স্বপ্নীল চক্রবর্তী 


আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post