মেয়েটা কালো। আবলুসের মত কালো। ভ্রমরের ন্যায় কালো তার চামড়া।
তবে মেয়েটা প্রবলচিত্তে ভালবাসতে জানে। আমি নির্ঘুম রাত্রিতে ভাবি, " জগতের রমণীরা যখন ছলনাময়ীতে ভরপুর তখন এরকম একটা যুবতীর আঁচলে প্রেমের বাঁধন স্বীকার করায় ক্ষতি কী?"
আর তাই তার সেই মেঘসম কালো রুপ দেখে জোর করে ভালোলাগাতে চাই।
কিন্ত নাহ পারিনা। আমি টেবিলে রাখা ছয়শত একুশ পেজের বই ঘেঁটে কুচকুচে-কালো রমণীদের নিয়ে লেখা পারস্যের লেখকদের বাণী পড়ে আবারও তার ছবির দিকে তাকিয়ে থাকি। তবুও ভালোলাগার ব্যাপারটা আসেনা।
অতঃপর দু-আঙুলের মাঝে থাকা সিগারেটের পশ্চাৎদেশে শেষ চুম্বনটা দেবার সময় হাসন রাজার সেই কথা মনে পরে
"আঁখি মুঞ্জিয়া দেখ রুপ রে,
আঁখি মুঞ্জিয়া দেখ রুপ রে,
আরে দিলের চক্ষে চাহিয়া দেখ
বন্ধুয়ার স্বরুপ রে।"