অনুভূতি❣️

 'অনুভূতি'সে তো দারুন জিনিষ।জানিনা সবার সাথে এমন হয় কিনা, পৃথিবীতে শতশত কোটি মানুষ তবে তোমাকে দেখার পর থেকে মনে প্রানে শুধুই তুমি ছিলে। চারপাশে এতশত মানুষের ভিড়েও মন শুধু তোমাকে খুঁজে বেড়াতো। অনুভূতি বলে আমারও যে কিছু রয়েছে তা তোমাকে দেখার পরই জানতে পেরেছিলাম। অনুভূতি জিনিসটা আসলে কি আমার জানা ছিল না....

তবে,

তোমার সাথে প্রথম যেদিন কথা হলো, তারপর থেকে শুধু তোমার সাথে কথা বলার ইচ্ছে জানিয়েছিল, আমারও অনুভুতি আছে। 

.

তোমার সাথে প্রথম যেদিন দেখা করা, তারপর থেকে বারবার তোমাকে দেখার ইচ্ছে জানিয়েছিল, আমারও অনুভূতি আছে।

.

তোমাকে কারো সাথে তুলনা না করে, তোমাকে তোমার মতই করে পাওয়ার ইচ্ছে জানিয়েছিল, আমারও অনুভূতি আছে।

.

তোমার আশেপাশে যখন কেও থাকতো, তাদের বিন্দুমাত্র সহ্য না করতে পারা জানিয়েছিল, আমারও অনুভূতি আছে।

.

চারপাশে যখন বিশ্বাস-অবিশ্বাসের খেলা তখন তোমায় চোখ বন্ধ করে বিশ্বাসট করাটা আমার জানিয়েছিল, আমারও অনুভুতি আছে।

.

তোমাকে ছাড়া নিজেকে অপরিপূর্ণ মনে করাটা আমায় জানিয়েছিল, আমারও অনুভূতি আছে।

.

তোমাকে মনে প্রানে ভালোবাসতে শুরু করা আমায় জানিয়েছিল, আমারও অনুভূতি আছে।

.

এখন যখন তুমি পাশে নেই মনটা এখনো তোমার কাছেই পড়ে রয়, তোমাকেই ভালোবেসে যায়। এটাই তো প্রমান করে আমারও অনুভূতি আছে। 

.

আসলে, অনুভূতি গুলো কখনো বলে বা লিখে প্রকাশ করার যায়না। অনুভূতিগুলো বুঝে নিতে হয়। অনুভূতি যার সে বুঝে, অন্যরা শুরু কিংবা শেষ, শুধু গল্পই খোঁজে ❤️

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post