রুপার ধারণা হিমু রুপার ভালবাসা বুঝেও বুঝতে চায় না!
রূপা হিমুর দিকে হাত বাড়ায়! হাতের দিকে চেয়ে হিমু বলতে গিয়েও থমকে যায়,"এক হাতে আমি গোটা দুনিয়ার সাথে লড়তে পারবো রূপা, যদি আমার অন্য হাতটি তোমার হাতে থাকে!"
বরং সে উল্টো পথে পা বাড়ায়!
কারন হিমু কোনো মায়ায় আটকাতে চায় না! সে হতে চায় মহাপুরুষ!🌸
হিমু চায় না তার অনিশ্চিত জীবনের সাথে রুপার জীবন কে জড়াতে! কিন্তু রূপা যে তার অনিশ্চিত জীবনের নিশ্চিত ঠিকানা হতে চায়! জীবনের শত কষ্ট মানিয়ে নিয়ে হিমুর হাতটি ধরে বহুদূরের পথ পাড়ি জমাতে চায়!
হিমু সকল কিছু বুঝেও একলা পথে পা বাড়ায়!
তবুও রূপা বারে বারে অপেক্ষা করে যায়! কেননা অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার চিহ্ন!🖤
~শর্মী