তোমারে পাইয়াও হারাইয়া ফ্যাললাম!

তোমারে পাইয়াও হারাইয়া ফ্যাললাম! এই একখান দুঃখই আমার হজ্ঞল জীবনের কান্দন। বাকি জীবন আফসোসের উপর আফসোস কইরাই কাইটা যাইবো, তোমারে পাইলাম না। খুব কাছ থেইক্কাও ধইরাও ছ্যাইড়া দিলাম,অবেলায় অবহেলায়।

বুকের কাছে নিয়াও বুকের মানুষ চিনতে না পাইরা তোমারে যে আমি হারাইয়া ফ্যাললাম অবহেলায়। সুখের কাছে তুমি চইল্যা গেছো।নিজের করা ভুল দূরত্বের অসুখে আমার ঘুম অয় না।দুঃখের বাতাস আমারে উড়াইয়া নিয়া যায় তুমি অব্ধি কিন্তু তোমারে পাই না।

আমি বুঝবার পারি নাই, আমারই অবহেলা, আমারেই কামড়ে ধরবো বিচুটি পাতার মতোন। তোমার স্মৃতির আয়না আমারে এমন কইরা মুখ দেখাইবো, রঙ দেখাইবো, আগে জানলে, ভাঙতাম না সচ্ছ আয়নার জীবন খানি

আমি কার কাছে গিয়ে কই, তুমি দুঃখ হইয়া গেছো! তোমারে হারাইয়া বুইঝা গ্যাছি তুমিই আমার দুঃখ শুনবার মানুষ। সেই তুমি নাই এক্কেবারে।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post