কোথায় গেলে শান্তি পাবো...

ওগো লক্ষীটি..

কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে সুখ? কোথায় গেলে দেখবে না কেউ, এই অভাগার মুখ!

কোথায় পাবো ভালোবাসা, কোথায় আছে স্বৰ্গ? পৃথিবীটা বিশ্রী লাগে, লা শ রাখার এ মর্গ!

ভণ্ড এ যুগে আমি, মানুষ খুঁজি ভবে,

মানুষ হয়ে মুখোশ পরে, ওরা মানুষ নয় কী তবে?

আপন যাদের ভাবি কেন, তারাই হয় পর? স্বার্থের এই পৃথিবীতে, সবাই যাযাবর!

কোথায় গেলে চিনবো মানুষ, থাকবো ভীষণ সুখে? মানুষ হয়ে মানুষকে আর, মা র বে না তো দুখে ।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post