কথা বাড়িয়ে কোনো লাভ নেই— যা বলার ছিল,সময়ের সঙ্গেই সব বলা হয়ে গেছে।
তোমার চলে যাওয়া আজও বুকের ভেতর শূন্যতার মতো বাজে, তবু জোর করে কাউকে ধরে রাখা ভালোবাসার নিয়ম নয় ।
তুমি চলে গেছো—
এই সত্যটা মানতে কষ্ট হয় ঠিকই, তবু মনকে বুঝাই—
সব পথ শেষ পর্যন্ত একসাথে হেঁটে ফেলা যায় না।
কখনো কখনো মানুষকে দূরেই থেকে ভালো থাকতে হয় ।
তাই আসা-ভরসা ভুলে যাও,ফিরে আসার স্বপ্নে নিজেকে আর কষ্ট দিও না ।
আমিও চেষ্টা করব তোমাকে স্মৃতির আলো-আঁধারিতে রেখে নতুন পথে হাঁটতে।
শুধু একটাই কামনা —
তুমি ভালো থেকো,হৃদয়ের কোনো গোপন কোণে হলেও হাসিটা যেন হারিয়ে না যায় ।
কারণ ভালোবাসা শেষ হলেও শুভকামনা কখনো শেষ হয় না ৷
