ভুলে যদি সুখ পাও, তাহলে ভুলেই থাকো......

 


ভুলে যদি সুখ পাও, তাহলে ভুলেই থাকো...

কারণ আমি তো কখনোই তোমার সুখের পথে বাধা হতে চাইনি।

হয়তো আমি তোমার জীবনে শুধুই একটা অধ্যায় ছিলাম,

যেটা শেষ হয়ে গেলে তুমি সহজেই এগিয়ে যেতে পারো... কিন্তু আমার গল্পটা হয়তো তোমায় নিয়েই শুরু হয়েছিল, আর এখন সেই গল্পটা অসম্পূর্ণ রেখেই তোমায় ভুলে যাওয়ার অভিনয় করছি...

তুমি যদি ভুলে যাওয়াতে শান্তি পাও,

তাহলে আমার কথা মনে না রেখেই এগিয়ে যাও...

আমি চাই না আমার জন্য তোমার মুখের হাসিটা মুছে যাক। তোমার মুখের সেই চেনা হাসিটাই তো একসময় আমার পৃথিবী ছিল।

আজ সেটাই তোমাকে হারিয়ে দেখতে হয়....

ভুলে যাওয়াটাও একটা শিল্প...

তুমি হয়তো খুব সহজেই সেটা আয়ত্ত করেছো,

আর আমি আজও হারিয়ে আছি স্মৃতির পাতায়...

হয়তো এটাই আমার ব্যর্থতা,

হয়তো এটাই ভালোবাসার চরম পরিণতি...

কেউ ভুলে শান্তি খোঁজে,

আর কেউ না ভুলতে পারার যন্ত্রণা বুকে লুকিয়ে হেসে যায়।

তুমি সুখে থেকো...

ভুলেই থেকো....

কারণ আমি তো চাই, তুমি ভালো থাকো...

সত্যি ভালো থাকো...

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post