একটা হাসিমাখা মুখ

 

সেদিন মা হটাৎ বলছিলেন, শুনো বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস,

তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর-মুখের চেয়ে একটা হাসিমাখা মুখকে প্রাধান্য দিস।

পরে যখন বসের বকা খেয়ে, বাজারে দর কষা-কষি করে, বাসে ঝুলে, ৩০ মিনিটের রাস্তা ২ ঘন্টায় অতিক্রম করে বাড়ি ফিরবি,

তখন দরজায় তোর সবচেয়ে বেশী প্রয়োজন হবে একজন হাসিমাখা মুখের নারীর!

যে কিনা ঐ সময় বিধ্বস্ত তোকে এক'জন বাচ্চার মতো আগলে নিবে.!

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post