রাগী ছেলে....

 


নারীর উদ্দেশ্যে কিছু কথা ..

জীবনসঙ্গী হিসেবে একটা রাগী ছেলে পাইলেন তো জিতে গেলেন! এদের ভালোবাসার কোনো সীমা হয় না, এরা হুটহাট রাগ করবে ঠিকই কিন্তু ভালোবাসাটা হবে প্রচুর। এরা ভীষণ যত্ন নিতে জানে, এক কথা পারফেক্ট বলেট চলে.. এরা নিজের মানুষকে আন্য কারো সাথে দেখতেই পারে না! মাঝে মাঝে কারণ ছাড়াই রাগ করবে আপনার সাথে! আবার দেখবেন রাগ শেষ আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিবে! ভীষণ মায়াবী হয় এক কথায় পুরাই জোস..! এরা নিজের ভালোবাসাটারে সবসময় অপ্রকাশিত রাখার চেষ্টা করে! সেই ভালোবাসাটা আপনার খুঁজে নিতে হবে তাহলে আপনিই হবেন সুখী মানুষ মানুষের মধ্যে একজন। একবার ভালোবেসে আপনার কন্ট্রোলে আনতে পারলে আপনি তার পুরো পৃথিবীর হয়ে যাবেন! তারে ভুলেও ছাইড়া যাওয়ার কথা কল্পনা ওহ কইরেন না! এমন ছেলে পাইলে যত্ন কইরা রাইখা দিয়েন!

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post