কিন্তু আমার সেই অভিমানের ভাষা তুমি বোঝনি হয়তো ইচ্ছে করেই বুঝতে চাওনি।

 


জানো, প্রিয় মায়াবতী.

কতবার তোমায় ফোন করতে চেয়েও করা হয়নি

কত-শত এস এম এস লিখেও শেষ পর্যন্ত সেন্ট করা হয়নি যতবারই মন চেয়েছে তোমার সাথে কথা বলতে, ততবারই পরক্ষনে মনে হয়েছে, 

না থাক,

আমাকে ছাড়াই যখন তুমি ভালো থাকা শিখে গেছো, তবে তোমার বিরক্তির কারণ হয়ে কি লাভ মাঝে মাঝে মনে হয়, যদি আমার হৃদয়টা তোমার সাথে পাল্টাপাল্টি করতে পারতাম, তবে হয়তো তুমি বুঝতে আমার ভেতরটায় ঠিক কি হচ্ছে।

জানো তো,

তোমার অবহেলা আমাকে প্রতিনিয়ত ভেঙেছে একটু একটু করে অভিমানে কত কেঁদেছি

কিন্তু আমার সেই অভিমানের ভাষা তুমি বোঝনি হয়তো ইচ্ছে করেই বুঝতে চাওনি।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post