আমরা পুরুষ মানুষ

পুরুষ মানুষের আবার দুঃখ কিসের?

আমরা পুরুষ মানুষ দুঃখ পেলেও প্রকাশ করতে নাই, দুঃখ প্রকাশ করব'ই বা কাকে আমাদের দুঃখ বোঝার মানুষ নাই ৷

দুঃখ কষ্ট ছাড়া পুরুষ মানুষের জীবন চলে না, যৌবন বয়সে নারী আগলে রাখে মেকআপ বক্স আর পুরুষের আগলে রাখতে হয় দুঃখ কষ্ট।

দুঃখ কষ্ট ছাড়া পুরুষ অচল। জ্বল ছাড়া যেমন মাছ বাঁচে না, দুঃখ ছাড়া পুরুষ বাঁচে না।

দুঃখ হচ্ছে পুরুষ মানুষের বন্ধু যে কি না সব সময় পাশে থাকে। হঠাৎ করে যদি কোন দিন দুঃখ টুকু হারিয়ে যায় সেই দিন দুঃখ হারানোর শোকে আবারও দুঃখি হয়ে যাব।

আমরা পুরুষ মানুষ;

ভাতের সাথে তিন বেলা দুঃখ খেয়ে বাঁচি!

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post