অকৃতজ্ঞ............................


 সবাইকে ক্ষমা করবেন কিন্তু দু ধরনের মানুষকে কখনো সুযোগ দিবেন না।

এক. যারা ডাবল ফেইস, বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় আর নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে থাকে।

দুই. যারা দরকার পড়লেই আপনার সাথে মিষ্টি কথা বলে যুক্ত হয়ে স্বার্থ সারে তারপর দরকার শেষে আপনাকে উস্টা দিয়ে আবার আগের রুপ ধারন করে।

ট্রাস্ট মি, এদের মতো মহা নিকৃষ্ট আর কেউ হতে পারেনা। লাইফে ভালো থাকতে হলে এই মানুষগুলোকে জীবন থেকে সড়িয়ে দিন। অনেক শান্তিতে থাকবেন!🖤

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post