মুঠোফোন এর বাহিরে ও জীবন আছে........


আমরা যে সময়টা এখন কাটাচ্ছি বা বর্তমান যুগটা হচ্ছে, ভালো ফিচার এর একটা ফোন, ওয়াই-ফাই, ফুল চার্জ, ভালো ক্যামেরা, অনলাইন এন্টারটেইনমেন্ট এ আটকায় থাকা জীবন! ফ্রেন্ড‌ বানাচ্ছি অনলাইন প্লাটফর্মেই, আড্ডা ও এখানেই, প্রিয় মানুষ খুঁজতে থাকি এখানেই, কাউরে ভালো লাগলে তার সাথে কথা বলে তারে নিজের মনের কথা বুঝাতে উঠেপড়ে লাগি আমরা, কিছুদিন খুব কথা বলার পর যখন আমরা ব্যর্থ হয়ে যাই আমাদের অনুভূতি বুঝাইতে তখন শুরু হয় দূরত্ব বা ঝগড়া বিচ্ছেদ, আর তার পর মন খারাপ, সারাদিন স্যাড গান আর স্যাড পোষ্ট এ রিয়েক্ট শেয়ার করেই কাটে দিন!

অথচ মুঠোফোন এর বাহিরের জীবন টারে আমরা এতোটাই কম পাত্তা দেই যে শুরু হয় জীবনের প্রতি অনিচ্ছা, সারাদিন বোরিং ফিল করা, ডিপ্রেশনে ভোগা সহ নানান কিছু!

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post