আয়ু কমছে,
মৃত্যুর ঘ্রাণ পাচ্ছে শরীর।
হামাগুড়ি দিয়ে কাটছে জীবন।
অকারণেই মন খারাপ হয়ে যায়,
চাহিদা যেনো আকাশ চুম্বি তবুও আফসোস নেই।
দুঃখতে কষ্ট নেই, আনন্দতে হাসি বিলুপ্ত প্রায়।
অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় কোনো প্রতিক্রিয়া নেই–
যেনো এই পৃথীবিতে সবই কাংখিত।
কেউ প্রচন্ড দুঃখে কাদতে কাদতে মারা যায়,
আবার কেউ বিপুল খুশিতে হাসতে গিয়ে মায়া ত্যাগ করে।
এই সবই কাংখিত,
অনাকাঙ্ক্ষিত কেবল দুঃখবিহীন মানুষের বেচে থাকা।
