তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ - কেউ বলে মাথা ব্যাথা। কেউ বলে মাইগ্রেন।
তোমার অভাবে নির্ঘুম রাত - বুকের শহরে দুর্ভিক্ষ। বাম পাঁজরে বিষাক্ত ঘা।
নিঃশ্বাস আটকে যায় হুট করেই - ঘুমোতে পারি না। লোকে বলে শ্বাসকষ্ট, কেউ বলে রক্তচাপ। ডাক্তার আমায় ঘুমের ওষুধ দিলো - কিন্তু তোমার অভাব পূরণের উপায় দিলো না।
আর না তো তোমায় ভোলার ওষুধ দিলো!
আমার শহরের দেয়ালে দেয়ালে আজ শুধু তোমায় হারানোর বিজ্ঞাপন।
আর তোমার শহরে অন্য নামে বসন্তের আয়োজন।
