কেউ বলে মাথা ব্যাথা। কেউ বলে মাইগ্রেন।


তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ - কেউ বলে মাথা ব্যাথা। কেউ বলে মাইগ্রেন।

তোমার অভাবে নির্ঘুম রাত - বুকের শহরে দুর্ভিক্ষ। বাম পাঁজরে বিষাক্ত ঘা। 

নিঃশ্বাস আটকে যায় হুট করেই - ঘুমোতে পারি না। লোকে বলে শ্বাসকষ্ট, কেউ বলে রক্তচাপ। ডাক্তার আমায় ঘুমের ওষুধ দিলো - কিন্তু তোমার অভাব পূরণের উপায় দিলো না।

আর না তো তোমায় ভোলার ওষুধ দিলো! 

আমার শহরের দেয়ালে দেয়ালে আজ শুধু তোমায় হারানোর বিজ্ঞাপন। 

আর তোমার শহরে অন্য নামে বসন্তের আয়োজন।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post