না পাওয়া ভালোবাসা😪

 তাকে বলেছিলাম তার জীবন কেউ আসলে আমি চলে যাবাে। তাকে বলেছিলাম তােমার কাছ থেকে কিছু চাইবো না,বিয়ে করতে বলবাে না,সম্পর্ক ও রাখতে হবে না শুধু মাঝেমধ্যে একটু কথা বলাে।তাকে বলেছিলাম তােমার যা যা দরকার সব আমি দিবাে শুধু আমায় একটু ভালােবাসাে।তার একটু কথা শুনার জন্য সারারাত ধরে ৪৫০ টা কল

দিয়েছিলাম সবগুলাে কল ব্লক এ ছিল। সকালে সে ফোন দিয়ে বললাে আমি কি পাগল নাকি এতগুলাে কল কেন দিয়েছি? তাকে বললাম খুব কষ্ট হচ্ছিল বলেন না একটু ভালােবাসি, সে বললাে তুমি মরাে না কেন, মরলে আমি

বাঁচি।

আরও এমন হাজারাে কথা হাজারাে আবেগ হাজারাে অনুভব দিয়ে তাকেই শুধু ভালােবেসে গেছি কিন্তু তাও সে বলেনি ভালােবাসি।

আজ ও তাকে ভালোবাসি হয়ত মেসেজ দেইনা কল দেইনা কিন্তু তাকে সবসময় ই অনুসরণ করি 🖤


আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post