আমি ডুবে যাইতে ছিলাম দুঃখের নদী তে

 



~আমি ডুবে যাইতে'ছিলাম দুঃখের নদী তে;

তুমি হঠাৎ করে দুঃখের নদী থেকে তুলে- সুখের তীরে নিয়ে কিছু দিন যত্ন নিলে !!

অতঃপর : সেই তুমি আমাকে দুঃখের নদী থেকে তুলে এনে- ফেলে দিলে ভয়ংকর সমুদ্রের মাঝখানে!!

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post