বিচ্ছেদের ৪টা বছর পর হঠাৎ একদিন তোমার মেসেজ এলো আমার সিম নাম্বারে। "কেমন আছো"

বিচ্ছেদের ৪টা বছর পর হঠাৎ একদিন তোমার মেসেজ এলো আমার সিম নাম্বারে। "কেমন আছো"

বিচ্ছেদের ৪টা বছর পর হঠাৎ একদিন তোমার মেসেজ এলো আমার সিম নাম্বারে। "কেমন আছো"

যখন নোটিফিকেশন টা দেখলাম আমার বুকে কেমন জানি একটা ব্যথা অনুভব করলাম। আমার পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে গেলো। মেসেজ টা খুব ছোট ছিলো কিন্তু আমার খারাপ লাগাটা ছিলো এক সমুদ্র সমান।

খারাপ এজন্য লাগেনি তুমি এতদিন পর মেসেজ দিয়েছো, এজন্যেও লাগেনি তোমার স্মৃতি চোখে ভেসে উঠেছে। তুমি যদি আমাকে ১০ লাইনেরও একটা মেসেজ দিতে আমার হয়তো তেমন কিছু যায়ে আসতো না।

কিন্তু তোমার "কেমন আছো" মেসেজ টা আমার ভেতরে একটা চাপা কষ্ট চাপিয়ে দিয়েছে; কারণ আমি বুঝে গিয়েছিলাম "তুমি ভালো নেই।"

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post