বেচারা চাঁদ



 সেই কবে তোমারে শেষ বারের মতো দেখেছিলাম মনে করবার পারিনা,,!!

তয়-

সেদিনের টুকরো টুকরো স্মৃতিগুলোরে মেলা যত্ন কইরা রাইখা দিছি বুক পাঁজরে! যহন চারিপাশ ঘুমাইয়া যায়, থাইমা যায় প্রকৃতিদের কোলাহল! তহন আমি-জানালার পর্দা সরাইয়া আঁকাশ পানে চাইয়া ঠাঁই দাঁড়ানো চাঁদটারে দেখি।

"বেচারা চাঁদ,,!!

সঙ্গী হারা হইয়া আমার মতোই বড্ড একলা হইয়া গেছে।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post