আমি কখনো পরী দেখিনি....

আমি কখনো পরী দেখিনি, আমি দেখেছি আমার মায়াবতী কে!

"আমি কখনো চাঁদের আলো গায়ে মাখিনি, আমি আমার মায়াবতীর রুপের আলো গায়ে মেখেছি!

"আমি কখনো বিশ্ব সুন্দরী দেখিনি তবে আমার চোখ দিয়ে আমি আমার মায়াবতী কে দেখেছি বহুবার!

আমি কখনো কোন বিশ্ব সুন্দরীর মুক্ত জড়া হাসি দেখিনি, আমি দেখেছি আমার মায়াবতীর টোল পরা গালের হাসি!

"আমি কখনো কোন প্রিন্স ডায়ানা দের চোখ দেখিনি তবে আমি আমার মায়াবতীর টানা টানা দুটো চোখ দেখেছি যেই চোখো ছিলো পুরো পৃথিবীর সমান মায়া!

"আমি কখনো পৃথিবীর সুখি মানুষ দেখিনি তবে আমি আমার মায়াবতীর মুখের দিকে তাকিয়ে নিজেকে ভেবেছি পৃথিবীর সবথেকে সুখি মানুষ !

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post