আমি ভালো নেই তুমি ছাড়া

অনেকগুলো বছর পার হয়ে যাবে কিন্তু আমাদের দেখাহবে না, ভীষণ না, অসুখে শয্যারত থাকবো তবুও আমাদের কথা হবেরা স্তার মানুষের ভীড় কিংবা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকলেও আমাদের অপেক্ষা ফুরাবে না, এক’ই শহরে থাকবো অথচ পথ ভুলে আমরা কেউ কারো পথে হাঁটবো না, মন খারাপের দিনেও আমাদের বলা হবে না- আমি ভালো নেই তুমি ছাড়া।

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post