মায়াবতী সর্বকালের শ্রেষ্ঠ হাসির রানী তুমি.!!

 

শোনো মায়াবতী.!! 

সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী তুমি.!! তুমি চাঁদ নও তবুও চাঁদের চেয়ে জোসনা লুকিয়ে থাকে তোমার শ্যামলা বরন রূপে.!!

মায়াবতী তুমি সর্বকালের শ্রেষ্ঠ কালের সৌরভি.!! তুমি ফুল নয় তবুও ফুলের চেয়ে অধিক সুবাস ছড়ায় তোমার শ্মিগ্ধ চুলে.!! মায়াবতী সর্বকালের শ্রেষ্ঠ রূপবতী তুমি !!

তুমি প্রজাপতি নয় তবুও প্রজাতির চেয়ে অধিক সৌন্দৰ্য লুকিয়ে থাকে তোমার মায়া ভরা মূখে!! মায়াবতী সর্বকালের শ্রেষ্ঠ হাসির রানী তুমি.!! তুমি ঝিনুক নয়, তবুও ঝিনুকের চেয়ে অধিক মুক্তা জুরে তোমার চিরন দাঁতের হাসিতে.!! মায়াবতী সর্বকালের শ্রেষ্ঠ গুনবতী তুমি.!! তুমি ভমর নয় তবুও তার চেয়ে অধিক গুন প্রকাশ করে তোমার নিখুঁত কাজে মায়াবতী.!! সর্বকালের শ্রেষ্ঠ মায়াবতী তুমি.!! তুমি বিশ্ব সুন্দরী নয় তবুও তার চেয়ে অধিক মায়া লুকিয়ে থাকে তোমার কাজল আঁকা দুইটি আঁখিতে.!!

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post