ঐ আর কি এক তরফা ভালোবাসা।

 


সংক্ষিপ্ত এই জীবনে বহুবার প্রেমে পড়েছি,,,,

আর ভালোবেসেছি, যে ভালোবাসিনি, যাকে পাওয়ার থাকে না আশা, ঐ আর কি এক তরফা ভালোবাসা, কি বিশ্বয় কর তোমার রুপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাস আমার দুভার্গ্য, 

তবে আমার আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য, মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছায় এ মন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল, আমি তোমাতেই অনূকূল, জানি পূর্ণজন্ম হবে না, তবুও এ মন হাজার কোটি বার জন্মাতে চায়, তোমার ভালোবাসা পাওয়ার আশায়, 

যদিও তুমি আবদ্ধ অন্যর ভালোবাসায় তাতে কি আসে যায়..!!

তোমাকে না পাওয়ার আক্ষেপে ভালোবাসতে ভুলিনি,, প্রতি নিশ্বাসেই ভালোবাসি তোমায়, তুমি বুঝনি,,, ভালোবাসনি আমায়,, জীবন অপূর্ণ তাতে ভালোবাসাটা সবচেয়ে গভীর,

তোমাকে না পাওয়ার আক্ষেপ টা আমার সারা জীবনের,

তবে তোমাকে পাওয়ার আশাটা যদি ছেড়েই দেয়, তাহলে তোমাকে ভালোবাসলাম আর কই,?? আমি তোমাকে ভালো বেসেছিলাম,,ভালোবাসি আর মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো।

@নক্ষত্র

আমার লিখাটি পড়ে আপনার কেমন লেগেছে তা আপনি আমাকে জানাতে পারেন। আপনার একটা মতামত আমাকে অনেক অনুপ্রেরণা প্রধান করে। ধন্যবাদ।

Previous Post Next Post